ভারতে করোনায় একদিনে ১১৩৩ জনের মৃত্যু

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১১:২৪ পূর্বাহ্ণ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮৬ হাজার ৭৫২ জন। গতকাল রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতে গত ২৪ ঘণ্টায় ৯২ হাজার ৬০৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ লাখ ৬১৯। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৬১২ জন। সুস্থতার হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ। খবর বাংলানিউজের। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

পূর্ববর্তী নিবন্ধগিন্সবার্গের পদে নারীকেই মনোনয়ন দেবেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধবিক্ষোভে উত্থাল থাইল্যান্ড