ভারতে ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে : উপদেষ্টা

| সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

ভারতে ইলিশ রপ্তানিতে আমাদের বাণিজ্যিক দিক দিয়ে সুবিধা আছে। রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা পাব কিছু। এছাড়া বৃহত্তর স্বার্থের কথা ভেবে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। গতকাল রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছে, এটা তাদের সিদ্ধান্ত না। তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছেএমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তারা যাই বলুক ৩ হাজার টন রপ্তানির কথা বলা হয়েছে। আপনি দেখেন ৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইলিশ হয়। এটা চাঁদপুর হাটের একদিনেরও কম। খবর বাংলানিউজের।

তিনি বলেন, একটা দেশ তাদের ইমোশনাল ইনভলমেন্ট। আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি। প্রতিবেশী দেশ। ৩ হাজার টন, তার মধ্যে ৩ হাজার টনও যাবে না। কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে তারা দেখবে ১ হাজার ২০০ টাকার ইলিশ ওখানে ৫ ডলার দেবে না, এটা জানা কথা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের বাণিজ্যিক দিক দিয়েও সুবিধা আছে। রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা পাব কিছু। এমনি চোরাচলান হয়ে চলে যাচ্ছে এদিক, সেদিক থেকে। আপনি সেটার কোনো ইয়ে পাচ্ছেন না। অতএব ঠিক আছে, তারা বলুক। সব ডিসিশন সবার সঙ্গে…, এটা আমি নিশ্চিত করছি, অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো ডিসিশন।

পূর্ববর্তী নিবন্ধএবার উপ-উপাচার্য নিয়োগের দাবিতে আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধটেকনাফে এক জালে ধরা পড়ল ১ লাখ ২১ হাজার টাকার ইলিশ