ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ মৃত্যু

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের মনসা দেবী মন্দিরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। রোববার সকালে পাহাড়ের ঢালে অবস্থিত প্রধান মন্দিরমুখি সড়কের সিঁড়িতে ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।

তখন মন্দিরে পূজা দিতে বহু মানুষ সেখানে ভিড় করেছিলেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সম্ভাব্য বিদ্যুৎস্পৃষ্ট নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর জনতার মধ্যে আতঙ্ক দেখা দেয় আর তখন হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে। উত্তরাখণ্ডের গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, ঘটনার আগে বিপুল সংখ্যক মানুষ মনসা দেবী মন্দিরে পূজা দিতে সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্য পুলিশের দুর্যোগ মোকাবেলা বাহিনী ও স্থানীয় পুলিশ উদ্ধারকাজে নিয়োজিত আছে। হরিদ্বারের জ্যেষ্ঠ পুলিশ সুপার প্রেমেন্দ্র সিং দোবাল বলেছেন, পুলিশ বাহিনী অবিলম্ব ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিন্দুদের পবিত্র শ্রাবণ মাস উপলক্ষ্যে ওই মন্দিরে বহু মানুষ পূজা দিতে হাজির হয়, তারমধ্যেই এ শোচনীয় ঘটনাটি ঘটে যায়। এই সময়টিতে হরিদ্বারের সবগুলো তীর্থস্থানে ভক্তদের প্রচুর ভিড় দেখা যায়।

বিহার থেকে আসা এক আহত ভক্ত ঘটনার বর্ণনা দিয়ে বার্তা সংস্থা এএনআইকে বলেন, হঠাৎ করেই বিপুল সংখ্যক মানুষ মন্দিরটিতে হাজির হন, তার মধ্যেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। লোকজন যে যেভাবে পারে ভিড় থেকে বের হওয়ার চেষ্টা করে, তখন পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শিল্পী শাহজাহান আলী খানের একক গজল পরিবেশনা
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার মধ্যস্থতায় রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া