ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৫৪

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চারদিন ধরে চলা সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে বেসরকারি পক্ষগুলো দাবি করেছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মনিপুরের রাজধানী ইম্ফলে জীবনযাত্রা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার শহরটির দোকানপাট ও মার্কেট ফের খুলেছে এবং রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে। বিমানযোগে সেনাবাহিনীর, র‌্যাপিড অ্যাকশন বাহিনীর ও কেন্দ্রীয় পুলিশ বাহিনীর বহু সদস্যকে রাজ্যটিতে নিয়ে আসার পর শহরের সব গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলোতে তাদের উপস্থিতি চোখে পড়ছে। খবর বিডিনিউজের।

এদিন সকালে ইম্ফল শহর ও রাজ্যের অন্যান্য এলাকায় খোলা অধিকাংশ দোকান ও বাজারগুলোতে লোকজন সবজি ও অন্য নিত্যপ্রয়োজনী পণ্য কেনার জন্য ভিড় করেছিল। এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ৫৪ জনের মধ্যে ১৬ জনের মৃতদেহ চূড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে এবং ১৫ জনের মৃতদেহ পূর্ব ইম্ফল জেলার জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স মর্গে রাখা হয়েছে।

পশ্চিম ইম্ফল জেলার লামফেলে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের মর্গে আরও ২৩টি মৃতদেহ রাখা আছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধঅবশেষে আপস আলোচনায় বসছে সুদানের দুই পক্ষ