ভারতের বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল কানাডা

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

কানাডা সরকার ভারতের বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সত্তাহিসেবে তালিকাভুক্ত করেছে। এই গ্যাং কানাডায় ভয়ের পরিবেশ তৈরি করছে অভিযোগে দেশটির জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনন্দাসাঙ্গারী সোমবার এ ঘোষণা দিয়েছেন। খবর বিডিনিউজের।

সন্ত্রাসী সত্তা ঘোষণার ফলে কানাডা সরকার বিষ্ণোই গ্যাংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দ করতে পারবে। কানাডার অভিযোগ, ভারতের কারাগারে থাকা জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচালনা করছে এই গ্যাং। এমনকি কানাডার মাটিতে খালিস্তানপন্থি নেতা হরদীপ সিংহ নিজ্জর খুনের জন্যও বিষ্ণোই গ্যাংকে কাঠগড়ায় তুলেছে কানাডা। দেশটির সরকার বলছে, ভারত থেকে পরিচালিত বিষ্ণোই গ্যাংয়ের প্রভাব রয়েছে কানাডার মাটিতে।

কানাডার বিশেষ বিশেষ কিছু সমপ্রদায়ের মধ্যে বিষ্ণোই গ্যাংয়ের প্রভাব রয়েছে। খুন, সুপারি কিলিং, লুঠতরাজ, তোলাবাজিসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। কানাডার ব্যবসায়ী, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। কানাডা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, কানাডার মাটিতে সহিংসতা ও আতঙ্কের কোনও স্থান নেই, বিশেষ করে যারা নির্দিষ্ট কোনও সমপ্রদায়কে লক্ষ্য করে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে।

সে কারণেই কানাডা সরকার বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সত্তা হিসেবে ঘোষণা করেছে। ভারতকানাডা সম্পর্কে যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে, ঠিক তখনই কানাডা সরকারের এমন পদক্ষেপ এল। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে ভারতেও একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.০১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধট্রাম্প নিষিদ্ধের দায় ২ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছে ইউটিউব