ভারতের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় এক বছরের বেশি সময় পর বাংলাদেশের টি–টোয়েন্টি দলে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২৩ সালের জুলাইয়ে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবার টি–টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন মিরাজ। এখন আবার সুযোগ পেলেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনও। এছাড়া ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। বাংলাদেশ সবশেষ টি–টোয়েন্টি খেলেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গত বিশ্বকাপে। ১৫ সদস্যের ওই দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভির ইসলাম। কদিন আগে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। মূলত সাকিবের জায়গায় মিরাজ আর তানভীর ইসলামের জায়গায় এসেছেন রাকিবুল হাসান। দলে রয়েছে চারজন পেসার এবং চারজন স্পিনার। পেসার চারজন হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। আর চার স্পিনার হলেণ মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান। এদের মধ্যে রিশাদ হোসেন লেগ স্পিনার। গত টি–টোয়েন্টি বিশ্বকাপে দারুন পারফর্ম করেন রিশাদ। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি–টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। ভারত সিরিজের জন্য বাংলাদেশ টি–টোয়েন্টি দল ঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, রকিবুল হাসান।