ভারতের জন্য প্রয়োজন স্থিতিশীল বাংলাদেশ : দ্রৌপদী মুর্মু

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

নিজেদের স্বার্থেই শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। পরে মাইক্রোব্লগিং সাইট এক্সএ ভারতের রাষ্ট্রপতি কার্যালয় বলে, ‘রাষ্ট্রপতি বলেছেন, ভারতের স্বার্থেই প্রয়োজন একটি শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। এবং এই সম্পর্ককে বাড়াতে উভয়পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।’ খবর বিডিনিউজের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘অত্যন্ত আন্তরিক’ পরিবেশে ভারতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। হাছান মাহমুদ দিল্লিতে সাংবাদিকদের বলেন, “তাকে (রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু) আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি, যিনি পরপর চারবার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, সেটির সঙ্গে সহমত পোষণ করেছেন।’

পূর্ববর্তী নিবন্ধরোজার আগে ভারত থেকে পেঁয়াজ ও চিনি চান পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা