সঙ্কটের মধ্যে ভারতের উদ্বৃত্ত থেকে জ্বালানি তেল আনার জন্য দীর্ঘমেয়াদি চুক্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে এই তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।
সচিব বলেন, জ্বালানি ইস্যুতে তারা একটু সুবিধাজনক অবস্থানে আছে, আমরা সবাই জানি। সুতরাং তাদের যদি উদ্বৃত্ত থাকে, সেটা যদি আমাদের সাথে কোনো লং টার্ম এগ্রিমেন্ট আমরা করতে পারি, সেটা নিশ্চয় আমাদের চেষ্টা থাকবে। তবে নির্ভর করবে যে, তাদের কতখানি উদ্বৃত্ত আছে, তাদের নিজস্ব সাপ্লাই এবং ডিমান্ড সিচুয়েশন আছে, সেটায় তারা কতখানি কমফোর্টেবল।