ভারতের ভিসা নিতে গিয়েছিলেন তিনি, কিন্তু চলে গেলেন পরপারে। গতকাল বিকেল ভারতীয় দূতাবাস থেকে ভিসাসহ পাসপোর্ট নিতে গিয়ে অজিত কান্তি বড়ুয়া (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভারতীয় সহকারী হাই কমিশন এবং খুলশী থানা পুলিশ জানিয়েছে, রাউজানের নোয়াপাড়ার গুজরার আবুরখীল এলাকার মৃত অধীন চন্দ্র বড়ুয়ার ছেলে অজিত কান্তি বড়ুয়া গত ১২ অক্টোবর ট্যুরিস্ট ভিসার জন্য চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনে পাসপোর্ট জমা দেন। গতকাল তার পাসপোর্ট সংগ্রহ করার নির্ধারিত তারিখ ছিল। পাসপোর্ট নেয়ার জন্য তিনি গতকাল বিকেল ৫টা নাগাদ ভারতীয় দূতাবাসের ভিসা কালেক্ট সেন্টারে উপস্থিত হন। ভিতরে প্রবেশের পর তিনি ভিসাপ্রার্থীদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন। কিন্তু অল্পক্ষণের মধ্যে তিনি চেয়ার থেকে ঢলে নিচে পড়ে যান। এই সময় দূতাবাসের লোকজন খুলশী থানা পুলিশকে খবর দিয়ে অজিত কান্তি বড়ুয়াকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভারতীয় সহকারী হাই কমিশনে জমা দেয়া তার পাসপোর্টে গত ১৫ অক্টোবর এক বছরের মাল্টিপল ভিসা প্রদান করেছিল। কিন্তু এই ভিসা আর অজিত বড়ুয়ার কোনো কাজে আসবে না। অজিত কান্তি বড়ুয়ার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা জানান, অজিত কান্তি বড়ুয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।