ভারতীয় ক্রিকেট দলে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় দলের ২৩ ক্রিকেটারের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড । সমপ্রতি করোনার প্রাদুর্ভাবের কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সফররত দলকে একটি মেইল করেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এর কিছুদিনের মধ্যেই ভারতীয় দলে ধরা পড়ল করোনার সংক্রমণ। গতকাল বৃহস্পতিবার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের লক্ষ্যে ডারহাম যাওয়ার কথা রয়েছে পুরো ভারতীয় দলের। কিন্তু এখন করোনায় আক্রান্ত ক্রিকেটারকে ছাড়াই যেতে হবে তাদের। কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দেবেন সেই ক্রিকেটার।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন মুশফিক
পরবর্তী নিবন্ধটোকিও অলিম্পিকে করোনার হানা