ভারতীয় দূতকে তলব, ঢাকার প্রতিবাদ

হাসিনার বক্তব্য

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে মিথ্যা ও উস্কানিমূলক অভিহিত করে এ ঘটনায় ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদপত্র হস্তান্তরের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। খবর বিডিনিউজের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে, শেখ হাসিনাকে বিরত রাখার জন্য, যাতে করে উনি এ ধরনের বক্তব্যবিবৃতি না দেন। এটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার জবাব পাইনি এখনও। আমরা আজকে আবারতাদের কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রতিবাদপত্র দিয়েছি। হাই কমিশনার এই মুহূর্তে নেই, ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। আমরা আবারও অনুরোধ করেছি, তাকে যেন বিরত রাখা হয়। প্রতিবাদ পাঠানোর কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, কারণ, তার এসব বক্তব্য প্রধানতই মিথ্যা। তিনি উল্লেখ করছেন, সেটা অস্থিতিশীলতার উস্কানি দিচ্ছে বাংলাদেশে। এ কারণে আমরা বলেছি, এই চর্চা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ঢাকায় এই মুহূর্তের মিশন প্রধানকে ডেকে প্রতিবাদপত্র ধরিয়ে দেওয়ার কথা তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে ভারত সরকারকে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

ভারপ্রাপ্ত হাই কমিশনারের হাতে তুলে দেওয়া প্রতিবাদপত্রে গভীর উদ্বেগ, হতাশা ও কঠোর আপত্তি জানানোর কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেননা এসব বক্তব্যবিবৃতি বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত হানছে। মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বলেছে যে, তার এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বিরোধী বিদ্বেষমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে এবং (এগুলো) দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক তৈরির যে প্রচেষ্টা, সেটার সহায়ক নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে থাকাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য যোগাযোগব্যবস্থা ব্যবহার করে শেখ হাসিনার মিথ্যা, বানোয়াট ও প্ররোচনামূলক বক্তব্য বন্ধে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ ভারত সরকারকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মেজাজ যেন ভারত সরকার দেখায়, প্রতিবাদপত্রে সেটা তুলে ধরার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হামিদ, কাদের আমু তোফায়েলের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৬৫৩১ জনের নিয়োগ বাতিল