ভারতকে চারশর আগেই থামাতে চান হাসান

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

হাসান মাহমুদকে বুঝে উঠতে পারেনি ভারত। সকালে বাংলাদেশি পেসারের কাছে ভারতের প্রথম তিন ব্যাটার ৩৪ রানের মধ্যে নিজেদের বিলিয়ে দেন। তারপর ঋষভ পান্ত ও যশস্বী জয়সওয়ালের প্রতিরোধও ভেঙে দেন হাসান। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিতে বাংলাদেশের কাছ থেকে দিন কেড়ে নেন। আর কোনও উইকেট না হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। দিনের খেলা শেষ করে হাসান জানালেন, চারশ রানের আগে ভারতকে অলআউট করার লক্ষ্য তাদের। ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে না থাকলেও হাসান আশাবাদী, ‘আমার কাছে মনে হচ্ছে যে চারশর আগে আউট করতে পারলে ভালো হবে। এখন এই উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে গেছে। চাপ সৃষ্টি করার চেষ্টা করছি। কাল ইনশাআল্লাহ সেটাই করবো।’ চার উইকেট নেওয়া হাসান বোলিং নিয়ে আক্ষেপ করলেন, ‘আমার কাছে মনে হয় বোলিংটা আরেকটু ইকোনমিক্যাল হতে পারতো। আরেকটু গোছানো বোলিং হলে ভালো হতো। চেষ্টা করছি যেন আরও ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা যায়। এখন মোমেন্টামটা ওদের দিকে আছে। চেষ্টা করবো যদি আগে আগে উইকেট নিতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ওদের চারশর আগে আউট করতে পারবো।’

পূর্ববর্তী নিবন্ধধারাভাষ্যে সাকিবকে নিয়ে যা বললেন তামিম
পরবর্তী নিবন্ধজয় দিয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল নারী ‘এ’ দল