ভারতকে উড়িয়ে দিয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

৩৩ হাজারের বেশি দর্শক এসেছিলেন সাত সকালেই। একটু পরের দিকে যারা আসতে চেয়েছিলেন, তাদের নিশ্চয়ই মাথায় হাত। ম্যাচ শেষ করতে যে এক সেশনও সময় নিল না অস্ট্রেলিয়া। তিন অস্ট্রেলিয়ান পেসারের আগুনে বোলিংয়ের সামনে কেবল ইনিংস পরাজয়ই এড়াতে পারল ভারত। অ্যাডিলেইড টেস্টে দুই দিন আর এক সেশনেই ভারতকে গুঁড়িয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। গতকাল রোববার প্রথম সেশনেই ১০ উইকেটে জিতে যায় প্যাট কামিন্সের দল। তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার নায়ক কামিন্সই। আগের দিনের দুটির সঙ্গে এ দিন আরও তিন উইকেট যোগ করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। সামপ্রতিক সময়ে বল হাতে একটু বিবর্ণ ছিলেন তিনি। এই ইনিংসের আগে সবশেষ ১০ ইনিংসে তার উইকেট ছিল কেবল ১২টি। এই টেস্টে জশ হেইজেলউড চোটের কারণে না থাকায় নতুন বল নেওয়ার সুযোগ পেয়ে জ্বলে উঠলেন অধিনায়ক। তার প্রাপ্তি ৫৭ রানে ৫ উইকেট। ম্যাচে কামিন্সের উইকেট ৭টি, মিচেল স্টার্কের ৮টি, স্কট বোল্যান্ডের ৫টি। তিন অস্ট্রেলিয়ান পেসার মিলেই শিকার করেছেন ভারতের ২০ উইকেট। তবে বোলারদের এমন পারফরম্যান্সের ম্যাচেও ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা ট্রাভিস হেড। ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। ৫ উইকেটে ১২৮ রান নিয়ে শনিবার দিন শেষ করে ভারত। তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে কেউ ভোগাতে পারলে সেটি হতে পারতেন রিশাভ পান্ত। কিন্তু দিনের প্রথম ওভারেই মিচেল স্টার্ক বিদায় করে দেন তাকে। তখনই নিশ্চিত হয়ে যায়, ম্যাচ খুব একটা লম্বা হচ্ছে না। আরেক অপরাজিত ব্যাটসম্যান নিতিশ কুমার রেড্ডি জীবন পান দুই দফায়। প্রথমটিতে স্টার্কের বলে ক্যাচ নিতে পারেননি স্মিথ। একটু পর কামিন্সের বলে ব্যর্থ হন ট্রাভিস হেড। এর ফাঁকে দারুণ দুটি শর্ট বলে রাভিচান্দ্রান অশ্বিন ও হার্শিত রানাকে ফেরান কামিন্স। জীবন পেয়ে একটু রোমাঞ্চের পিছু নেন নিতিশ। বোল্যান্ডের বলে বাউন্ডারির পর হুক করে ছক্কা মারেন তিনি কামিন্সের শর্ট বলে। অস্ট্রেলিয়ান অধিনায়ক পরের বলেই শোধ তোলেন শর্ট বলেই তাকে আউট করে। ৪২ রান করা নিতিশকে ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ হয় কামিন্সের। টেস্টে এই স্বাদ পেলেন তিনি ত্রয়োদশবার।

পরের বলেই ছয় উইকেট হতে পারত তার। কিন্তু উইকেটের পেছনে অ্যালেক্স কেয়ারি পারেননি সিরাজের ক্যাচ নিতে। পরের ওভারে সিরাজকে ফিরিয়েই ভারতীয় ইনিংস শেষ করেন বোল্যান্ড ১৭৫ রানে। জলে জন্য ১৯ রানের লক্ষ্য পেয়েছিল অস্ট্রেলিয়া। ছোট্ট লক্ষ্যে দ্রুতই পৌঁছে যান উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুয়েনি। ধারাভাষ্যকক্ষের অ্যাডাম গিলক্রিস্ট বললেন পার্থের বিপর্যয়ের পর অস্ট্রেলিয়া দারুণ দাপটেই দেখিয়ে দিল কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। সিরিজের পরের টেস্ট ব্রিজবেনে শুরু হবে আগামী শনিবার।

পূর্ববর্তী নিবন্ধদাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধসিসিএল আয়োজিত টুর্নামেন্টে জাবেদের ডাবল ক্রাউন অর্জন