সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের উদ্যোগে গত শুক্রবার বিকালে হাজী টিএসি উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, এলাকা থেকে সকল ধরনের অপরাধ, মাদকের ভয়াবহতা রোধ করতে সামাজিক সংগঠনগুলোকে কাজে লাগাতে সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ।
ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং শামসুল আরেফীন ও নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পলাশ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ শাহ, কামরুল ইসলাম দুলু, মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী, রঞ্জন রায়, জামাল উদ্দিন, বিকাশ রায়, শিমুল দাস, বলাই পাল, মোহাম্মদ নাসির।