চট্টগ্রামের ভাটিয়ারিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে সাতটি বসতঘর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টায় মির্জানগর জেলে পাড়ায় এই আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক। তিনি বলেন, আজ ভোরে ভাটিয়ারিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উদ্ধার করা হয়েছে ৭ লাখ টাকার মালামাল। এছাড়া ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।