ভাগাভাগির প্রধানমন্ত্রিত্বে রাজি নন বিলাওয়াল

পাকিস্তানে সরকার গঠনের লক্ষ্যে নতুন জোটে পিটিআই

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

পাকিস্তানে সাধারণ নির্বাচনে কোনো দল সরকার গঠনের জন্য এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন দলগুলো জোট গঠন করে নতুন সরকার গঠন করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। গত রোববার এক র‌্যালিতে ভাষণ দেয়ার সময় পাকিস্তান পিপলস পার্টিপিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আমাকে বলা হয়েছিল প্রথম তিন বছর তাদেরকে (পিএমএলএন) দিতে এবং পরের দুই বছর আমাকে প্রধানমন্ত্রী হতে। কিন্তু আমি তা মানা করেছি। তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলো যে উপায়ে প্রধানমন্ত্রী হতে চায়, আমি সেভাবে হতে চাই না। আমাকে যদি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে পাকিস্তানের জনগণ আমাকে প্রধানমন্ত্রী বানাবে। যারা আমাদের কাছে সমর্থন চাইতে এসেছে, তাদের কাছ থেকে মন্ত্রণালয় নিবো না আমরা, বরং আমরা জনগণের স্বার্থ দেখবো। আসিফ আলি জারদারি পিপিপি এর প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসি বাংলার।

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা মোট ১০১টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে ৯৩টি আসনেই জয় পেয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগনওয়াজ পিএমএলএন ৭৫টি আসন পেয়েছে আর বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিপিপিপি পেয়েছে ৫৪টি আসন। বিলাওয়াল ভুট্টোর এই বক্তব্যের পর মুসলিম লীগনওয়াজ এর সমঝোতা কমিটির প্রধান ইশাক দার তার দল এবং পিপলস পার্টির নেতাদের সমঝোতা আলোচনার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চতুর্থ দফার সমঝোতা আলোচনা শেষ হয়েছে। সোমবার (গতকাল) বিকেলে পঞ্চম দফা আলোচনা শুরু হবে। এই আলোচনা শেষে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। দুই দলের ঐক্যমত্যের ভিত্তিতে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, সমঝোতা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু নিয়ে কথা বলা উচিত নয়।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে জানায়, পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পিটিআই ইসলামাবাদে এক বৈঠকের পর সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে জোট গঠন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এবারের নির্বাচনে এই দলটি একটি আসনে বিজয়ী হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত নারী আসন এবং সংখ্যালঘু আসন টানতে চাইছে তারা। এর আগে পিটিআই পাঞ্জাব ও কেন্দ্রে ওয়াহদাতমুসলিমিনের সাথে জোট গঠন করে। তবে এই সিদ্ধান্ত জামায়াতইসলামিকে অস্বস্তিতে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিক্রিয়ায় জামায়াতইসলামি বলেছে যে, খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের সাথে ‘সীমিত জোট’ গড়তে আগ্রহী নয় তারা।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার নাভালনির স্ত্রীর
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণের দায়ে ৩ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল মিয়ানমার জান্তা