ভাই-বোন মিলে মাদক ব্যবসা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে নেজাম (৩৫) ও তার বোন আয়েশা। ভাইবোন হওয়ায় অন্যান্য মাদক কারবারিদের কাছে ভাই-বোন গ্রুপ নামে পরিচিত তারা। ওই গ্রুপের নেজামসহ তাদের সহযোগী নাছিরুল আলমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়। গত রোববার রাত ২টার দিকে ডবলমুরিং থানার আবিদারপাড়া ফকির মাঝির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ভাই-বোন গ্রুপের নেজাম ও আয়েশাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসময় নেজাম গ্রেপ্তার হলেও পালিয়ে যায় তার বোন। তিনি বলেন, নেজাম ৫ বছর সাজা খেটে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আয়েশার বিরুদ্ধে ১২টি ও নেজামের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এরআগে আয়েশাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছিল পুলিশের এসআই আলাউদ্দিন। ওই মামলায় সে সাজাও খেটেছে। বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধওযু করতে গিয়ে পানিতে পড়ে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধশেখেরখীলে গরু চুরি করতে এসে হামলা অস্ত্র ফেলে পালাল চোরের দল