‘ভাইয়া যেহেতু নেই এটা এখানেই স্টপ’

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

ব্যান্ডসংগীত তারকা প্রয়াত শাফিন আহমেদ চার বছর আগে তার দীর্ঘদিনের ঠিকানা মাইলস থেকে আলাদা হয়ে ‘ভয়েস অব মাইলস’ নামের নিজস্ব যে ব্যান্ড গড়ে তুলেছিলেন, সেটির আর কোনো অস্তিত্ব নেই। দেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিনের মৃত্যুর চারদিনের মাথায় দলটি ভেঙে দেওয়া হয়েছে। ছয় সদস্যের যে দলটি এগিয়ে নিয়ে শাফিন পরিকল্পনা আর স্বপ্ন বুনেছিলেন, যে দল নিয়ে তিনি গানে মাতাতে চেয়েছিলেন দেশবিদেশ বিভূঁইয়ের ব্যান্ডের গান পাগলদের, সেই দলটি এখন কেবল অতীত। বৃহস্পতিবার শাফিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যান্ডের তিনসদস্য অন্তরা রহমান, রাইসুল ইসলাম রিমন এবং সামিউল মোমিতের সঙ্গে ভয়েস অব মাইলসনিয়ে কথা বলেছে গ্লিটজ।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় শুটিং হাউজ বন্ধের নোটিশ নির্মাতা শিল্পীদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধসুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের আত্মপ্রকাশ