আয়কর অফিসগুলোতে ভয় ও আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে চট্টগ্রাম আয়কর আইনজীবীদের লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১ টায় নগরীর আগ্রাবাদের সরকারী কার্যভবন ১, ২, জোন–৪ বিল্ডিং এবং পিএইচপি ভবনে এ লং মার্চ অনুষ্ঠিত হয়।
উক্ত লংমার্চে আয়কর আইনজীবীরা রাজস্ব আহরণের মাধ্যমে দেশের অর্থনীতির ভীত সুদৃঢ় রাখতে রাজস্ব অফিসগুলো নির্ভয়ে খোলা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এতে উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর, অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও বর্তমান সভাপতি আলহাজ্ব মো. আবু তাহের, সাবেক সহ–সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান), সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. ইমাম উদ্দিন, মো. সরওয়ার আলম ভূইয়া (শিমুল), বর্তমান যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার (জনী) ও সমিতির বিপুল সংখ্যক সাধারণ আইনজীবী। প্রেস বিজ্ঞপ্তি