ভবিষ্যতে গেরুয়া পতাকাই হতে পারে জাতীয় পতাকা বললেন বিজেপি নেতা

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

ভবিষ্যতে কোনো একদিন গেরুয়া পতাকাই ভারতের জাতীয় পতাকা হতে পারে বলে মন্তব্য করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ও কর্ণাটকের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত রাজমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে ঈশ্বরাপ্পা এও বলছেন, এখন তেরঙ্গাই (সাদা, গেরুয়া, সবুজ তিন রঙের) ভারতের জাতীয় পতাকা, তাই সবারই তেরঙ্গা পতাকাকে সম্মান দেখানো উচিত। শত শত বছর আগে শ্রী রামচন্দ্র ও হনুমানের রথে গেরুয়া পতাকাই উড়ত।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৩.৫২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধ৫০ বছর পর অন্ধ হয়ে যান যে গ্রামের পুরুষরা!