দোহাজারীতে গণসংবর্ধনায় এমপি নজরুল
চন্দনাইশ প্রতিনিধি
সংসদ সদস্য আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা স্বাধীনতার প্রতীক নৌকা ও আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা আমৃত্যু স্মরণ করবো। বিশেষ করে দোহাজারী পৌরবাসী আমার হ্যাট্রিক বিজয়ে একচ্ছত্র নৌকায় ভোট দিয়েছেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও আমি আপনাদের পাশে, সাধারণ জনগণের পাশে থাকবো, সেবা করে যাবো। তিনি আরো বলেন, বরাবরের মতোই দুর্নীতিবাজ, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। গত শুক্রবার দোহাজারী পৌরসভা ও দোহাজারীর সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি সংবর্ধেয় ও প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দোহাজারী পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ লোকমান হাকিম। উদ্বোধক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাফর আলী হিরু। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি এমএ সাঈদ, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, জসিম উদ্দীন জনি, সঞ্চিতা বড়ুয়া।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী ও কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এফএম দিদারুল আলম চৌধুরী, কাউন্সিল মাস্টার নাজিম উদ্দীন, মুহাম্মদ ইদ্রিস, শাহ আলম, চিত্তরঞ্জন বিশ্বাস, এসএম পহর উদ্দিন, আবদুল আজিজ মাসুম, ডা. মমতাজ বেগম লিলি, রাজিয়া সুলতানা রাজু, এএসএম মুছা তসলিম, মনসুর আলী ফয়সাল, মোহাম্মদ হোসেন মাহমুদ, মো. সোলাইমান, সাইফুল ইসলাম সুমন, মিজবাহ উদ্দীন খান ভুট্টো, সাইফুদ্দিন মানিক, জাহিদুল ইসলাম নয়ন প্রমুখ।