ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:১৬ পূর্বাহ্ণ

নগরের খুলশী থানার জিইসি মোড় এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম আয়ান নামে দুই বছর ৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ১টার দিকে বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো ভবনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আয়ান জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো. জনির ছেলে। খবর বাংলানিউজের।

নিহত শিশুর দাদা অলি উল্লাহ জানান, ভবনটির পাঁচ তলার উপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন ফটোগ্রাফার জনি। দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে হাঁটতে গিয়ে শিশু আয়ান উল্টে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরের হযরত গরীব উল্লাহ শাহ (.) মাজার সংলগ্ন কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়। নামাজে জানাযায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধরাজ-পরীর সংসারে ভাঙনের সুর
পরবর্তী নিবন্ধটেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন