‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ নিয়ে ইতোমধ্যে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা আমির খান। যেখানে তাকে দেখা যাবে এক শিখ চরিত্রে। এবার একই ভূমিকায় আসছেন সালমান খান। বলিউড ভাইজান হিসেবে খ্যাত এ অভিনেতার নতুন ছবি ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’-এ একই লুকেই আসবেন তিনি। তবে চমকের এখানেই শেষ নয়। কারণ, এতে প্রথমবারের মতো ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে অভিনয় করছেন সালমান। আয়ুষ অর্পিতা খান শর্মার স্বামী। গত (১০ ডিসেম্বর) আয়ুষ ইনস্টাগ্রামে সালমানের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে শিখ ধর্মাবলম্বীদের মতো পাগড়ি ও দাড়িতে দেখা গেছে। আর এর লুক প্রকাশ্যে হওয়ার পরই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়ে গেছে।
জানা যায়, ছবিটি পরিচালনা করছেন সালমানের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা মহেশ মাঞ্জরেকার। মজার বিষয় হলো, ‘দাবাং থ্রি’তে নায়িকা হিসেবে ছিলেন বন্ধু মহেশ মাঞ্জরেকারের কন্যা সাই। অ্যাকশনধর্মী নতুন এ ছবিতেও সালমানকে পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে। আর আয়ুষ থাকবেন গ্যাংস্টারের ভূমিকায়। মূলত সালমানের হাত ধরেই এই অভিনেতা এসেছেন বলিউডে। ২০১৮ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘লাভযাত্রী’, যার প্রযোজক সালমান।