বয়স বাড়ুক, সমস্যা নেই; কিন্তু বুড়ো হবেন না প্লিজ

হেলাল চৌধুরী | সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

আপনার বয়স এখন চল্লিশের কোটা পেরিয়েছে। চশমার লেন্স কিছুটা ভারী হয়েছে। শরীরে কিছুটা ভারিক্কি ভাব দৃশ্যমান। নাভি বরাবর শার্টের বোতামটাই কেন বারবার ছিঁড়ে যায়, সে প্রশ্নের উত্তর আপনার অজানা নয়। দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে গেছে। গিন্নী ও আর আগের মত ঝগড়া করেনা।

অফিস, সংসার, ফ্ল্যাটের ইএমআই, বাচ্চাদের পড়াশোনা, মেয়ের বিয়ের জন্য টাকা জমানো, রক্তে কোলষ্ট্রল, হাই-প্রেশার, ব্লাড সুগার আর রিটায়ারম্যান্ট প্ল্যান এসবের চিন্তায় ইদানীং আপনার কপালে চিন্তার রেখা বেড়েই চলেছে।

আজকাল নিজের মধ্যে একধরনের উদাসীনতা লক্ষ্য করছেন আপনি। কোনকিছুই যেন আপনাকে আর আগের মত টানেনা। আপনার মেয়ের বান্ধবীরা যখন আপনাকে ‘আংকেল’ বলে ডাকে তখন আপনি সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করেন…‘আমার বয়স হয়েছে’। অন্যদিকে আপনারই সমবয়সী কোন এক বন্ধু চল্লিশের কোটা পেরিয়েও পঁচিশ বছরের যুবকের মতো ঈর্ষণীয় জীবন যাপন করছে। তার বাচ্চারাও বড় হয়েছে। কিছুদিন বাদে সেও মেয়ের বিয়ে দেবে। অথচ তাকে দেখলে মনে হয়, সে তার মেয়ের বড় ভাই। ফেসবুকে তার সুখী পরিবারের আনন্দঘন ছবি দেখে আপনার মনে হয়… এ যেন জীবন বীমার বিজ্ঞাপন। কখনো কি নিজেকে আপনি প্রশ্ন করেছেন… কেন আপনার বন্ধু এখনো যুবক আর আপনি বৃদ্ধ? উত্তরটা আমার কাছ থেকে শুনুন। শারীরিক কিছু পরিবর্তন বয়সের সাথে হবেই।

এটা ঠেকানো অলমোস্ট অসম্ভব। কিন্তু মনের দিক থেকে আপনি যুবক থাকবেন নাকি বৃদ্ধ হবেন সে সিদ্ধান্ত শুধুই আপনার। মানসিকভাবে আপনি বার্ধক্যকে বেছে নিয়েছেন, তাই আপনি বৃদ্ধ। আপনি নিজেকে বুড়োর মত পরিচালনা করছেন, তাই আপনি বৃদ্ধ। আর অন্যদিকে আপনার বন্ধুর বয়স বেড়েছে ঠিকই কিন্তু সে মনের দিক থেকে বার্ধক্যকে গ্রহণ করেনি। সে তার নিজের মধ্যে সেই পঁচিশ বছরের যুবকটাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তাই সে এখনো মানসিকভাবে তরতাজা প্রাণ এক যুবক। প্রাণচঞ্চল থাকার মানে এই নয় যে আপনাকে ভাড়ামী করতে হবে। প্রত্যেক বয়সের একটা নিজস্ব সৌন্দর্য আছে।

সেটুকু মেনটেইন করেই আপনাকে প্রাণবন্ত থাকতে হবে। আপনার সেই বন্ধু এখনো উচ্ছ্বল, প্রাঞ্জল আর প্রাণরসে ভরপুর। তাই তার রক্তে এখনো অতিরিক্ত কোলস্টেরল নেই, হাই-প্রেশার নেই, ব্লাড সুগার নেই আর রিটায়ারম্যান্ট নিয়েও তার কোন প্ল্যান নেই। আপনার বন্ধু অতীত নিয়ে ভাবেনা। ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসে বর্তমানকে নষ্ট করেনা। সে বর্তমানেই বাঁচে। তাই সে এতটা সজীব আর প্রাণবন্ত। তাই সে এখনো পঁচিশ বছরের যুবক। আপনাকে বলছি, এখনো সময় আছে। মরার আগে মরবেন না যেন। বয়স বাড়ুক, সমস্যা নেই। কিন্তু বুড়ো হবেন না প্লিজ। একটাই জীবন। আনন্দ নিয়ে বাঁচুন। প্রাণ খুলে বাঁচুন। ভালবেসে বাঁচুন। ভালবাসায় বাঁচুন।

পূর্ববর্তী নিবন্ধআদালতে মামলা থাকা অবস্থায় এবং জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে কাজী (নিকাহ রেজিস্ট্রার) নিয়োগের পাঁয়তারা প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধঅসামপ্রদায়িক সমাজ গঠনে লেখকের ভূমিকা অপরিসীম