শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকবে ইরানের একটি প্রতিনিধি দল। এর আগে ভিসা ইস্যুতে ক্ষোভে বয়কটের হুমকি দিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ড্রয়ে অংশ নিতে ইরানের ৯ জন ভিসার জন্য আবেদন করেন। এর মধ্যে চার জন ভিসা পান। না পাওয়া পাঁচ জনের মধ্যে আছেন ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ।
কদিন আগে তাজ বলেছিলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তিনি বলেছেন, সবাইকে ভিসা না দেওয়া হলে ইরানের কেউ ড্রয়ে অংশ নেবে না। তবে ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ ডনজামালি জানিয়েছেন, তাদের প্রধান কোচ আমির গালেনোই ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার সঙ্গে এফএফআইআরআইয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওমিদ জামালি এবং আরও কয়েকজন প্রতিনিধি থাকতে পারেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে ড্র। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সপ্তম ও টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান। অনেক বছর ধরেই রাজনৈতিক ও নিরাপত্তার কারণে ইরানিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি খুবই কঠোর।












