লোহাগাড়ার আধুনগরের রুস্তম পাড়ায় ১৯৯৯ সালে নুরুল কবির হত্যা মামলায় তার ভাই ও তিন ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলা থেকে অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-নুরুল ইসলাম এবং তার তিন ছেলে মো. ওসমান গণি, সরোয়ার কামাল ও আব্বাস উদ্দিন। খালাসপ্রাপ্তরা হলেন- নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে নাছিম আক্তার। মামলার বিবরণে জানা যায়, নুরুল কবির তার বড় ভাই নুরুল ইসলামের ছেলে ইসমাইলকে বিদেশে নিয়ে গিয়েছিলেন। ঘটনার তিন মাস আগে নুরুল কবির দেশে ফিরে আসেন। ভাতিজা ইসমাইলকে বিদেশে নেওয়া বাবদ এক লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছিল জানিয়ে বড় ভাইয়ের কাছে ওই টাকা চান নুরুল কবির। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর আসামিরা নুরুল কবিরকে বাড়িতে হামলা করলে নুরুল কবির পালিয়ে ঘরের পিছনে পুকুর পাড়ে চলে যান। এ সময় আসামি আব্বাস শাবল দিয়ে তার চোখে আঘাত করেন। নুরুল কবির মাটিতে পড়ে গেলে অন্য আসামিরা লাঠি ও রড দিয়ে তাকে মারধর করেন। তাতে নুরুল কবিরের মৃত্যু হয়।
এই ঘটনায় নুরুল কবিরের স্ত্রী খালেদা ইয়াসমিন লোহাগাড়া থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ২১ ডিসেম্বর ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। ২০০৩ সালে ১৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। মামলায় আদালতে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিপক্ষে ৩ জনের সাফাই সাক্ষ্য গ্রহণ করে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লোকমান হোসেন জানান, ৪ আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের সাজা দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় আসামিদের সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী বলেন, লোহাগাড়া থানার নুরুল কবির হত্যা মামলায় ভাই নুরুল ইসলাম ও তার তিন পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলা থেকে নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে নাছিমা আক্তারকে খালাস দিয়েছেন আদালত।