বড় দারোগার হাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

বড় দারোগারহাট আব্দুর রউফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গতকাল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এস,এম তৌহিদুল হক চৌধুরী। সহকারী শিক্ষক মো. শহীদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক এ,এস,এম বাহার উদ্দিন ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোমিন, সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেব, অভিভাবক সদস্য মোঃ তহিদুল আনোয়ার চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যালয় মাঠে জান্নাতুল মাওয়া, তানিয়া, তাসফিয়া, ফরিদা, আপিয়া, সাবিহা, আফরোজা, লুবনা জাহান রিমি ও শান্তা রানী দেবীদের ‘যেমন খুশী তেমন সাজ’ প্রতিযোগিতায় শিক্ষিকা, ফুল বিক্রেতা, চা বাগানের শ্রমিক, ডাক্তার, মুক্তিযোদ্ধার মা, ঘটক, টোকাই, বিদ্ধাশ্রমের মা, বিধবা নারী ও ভিক্ষুকের চরিত্রে ছাত্রীদের অভিনয় ও চমৎকার বাচনভঙ্গি উপস্থিত সবাইকে দারুণভাবে মুগ্ধ করে।

প্রধান শিক্ষক এ.এস.এম বাহার উদ্দিন বলেন স্মার্ট ফোনের যাদুর ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধুলা। সাথে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার শতবছরের বহু সংস্কৃতি ও ঐতিহ্য। গ্রামীণ এসব খেলাধুলা বিনোদন ছাড়াও শিক্ষামূলক ছিল। খেলা থেকে শিক্ষার্থীরা বড়দের সঙ্গে কেমন আচরণ করতে হয় তা যেমন শিক্ষা নিতো ঠিক তেমনি ভাবে ছোটদের প্রতিও থাকতো স্নেহ ভালোবাসা শিক্ষা। এসব খেলায় শিক্ষার্থীরা বন্ধুত্ব, ধৈর্য, শৃঙ্খলা, একতা, নেতৃত্ব ও নৈতিকতার প্রশিক্ষণ নিতো দারুণভাবে। গ্রামীণ এসব খেলা ও সংস্কৃতি আর আগের মতো চোখে পড়ে না। শিক্ষার্থীরা এসব খেলার সাথে আজ অপরিচিত। স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাধ্যমে স্বল্পপরিসরে হলেও গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি ক্রিকেটে খেলোয়াড় বাছাই কাল শুরু
পরবর্তী নিবন্ধআন্তঃ ক্লাব টেনিসে চিটাগাং ক্লাব কোয়ার্টার ফাইনালে