বড়পীরের (রহ.) আদর্শ অনুসরণ পূর্বক ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে

বায়তুশ শরফ কমপ্লেক্সের মাহফিলে আবদুল হাই নদভী

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

বড়পীর হযরত আবদুল কাদের জিলানীর (রাহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে কঙবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে ইছালে ছাওয়াব (ফাতেহায়ে ইয়াজদাহুম) মাহফিলে কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা শায়খ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (.জি.) বলেন, ত্বরিকায়ে কাদেরীয়ার ইমাম বড়পীর হযরত শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ.) এর মাধ্যমেই ইসলাম পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। রাহবারে বায়তুশ শরফ ফিলিস্তিন, সিরিয়া, ইরানসহ গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদিমার্কিনীদের গভীর ষড়যন্ত্রের নীলনকশা রুখে দিতে মুসলমানদের বড়পীর (রাহ.) এর আদর্শ অনুসরণ পূর্বক ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। ৩ অক্টোবর জুমাবার দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের (ফাতেহায়ে ইয়াজদাহুম) কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে সুরা আনআম, খতমে খাজেগান, খতমে তাহলিল, খতমে বোখারী। বাদ মাগরিব রাহবারে বায়তুশ শরফের হেদায়াতি বয়ান ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণের বয়ান শেষে দিবাগত রাতে ছালাতে তাহাজ্জুদ, যিকির আযকার, মিলাদ, তওবা ইস্তিগফার, বায়াত শেষে ৪ অক্টোবর শনিবার বাদ ফজর রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর পরিচালনায় দেশজাতি ও মুসলিম মিল্লাতের সুখসমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেঙের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আনজুমনে নওজোয়ান কঙবাজার জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন কঙবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন মাওলানা মাহমুদুল হক আজহারী, মাওলানা হাফিজুল হক নিজামী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর। তকরির পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ নূরী, চুনতি হাকিমিয়া কামিল (অনার্সমাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী, অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা রিদওয়ানুল হক নিজামী, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদি, মাওলানা জিয়াউল হক আনসারী।

পূর্ববর্তী নিবন্ধমাসিক ১ লাখ টাকা বেতনে আয়কর বাড়ল কত?
পরবর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন