‘ব্ল্যাকস্টোন’ সিরিজে চিত্রনায়ক মান্না

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

মৃত্যুর ১৬ বছর পর পর্দায় ফিরছেন চিত্রনায়ক মান্না। অসংখ্য সিনেমা দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া জনপ্রিয় এই অভিনেতাকে দেখা যাবে বৈজ্ঞানিক কল্পকাহিনী ঘরানার সিরিজ ‘ব্ল্যাকস্টোনে’। অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ এপ্রিল। তার আগেই মান্নার প্রত্যাবর্তনের একঝলক দেখে ফেলেছেন ভক্তরা, ছয়দিন আগে প্রকাশিত ব্ল্যাকস্টোনের ট্রেইলারের সেই দৃশ্য বেশ প্রশংসাও পাচ্ছে। খবর বিডিনিউজের। নির্মাতা শাহরিয়ার গালিব গ্লিটজকে বলেন, ব্ল্যাকস্টোন সিরিজটি প্রয়াত জনপ্রিয় অভিনেতা মান্নাকে উৎসর্গ বা শ্রদ্ধা নিবেদন করেছি। এআই ব্যবহার করে প্রয়াত অভিনেতাঅভিনেত্রীদের পর্দায় ফিরিয়ে আনতে দেখা যায় হলিউড সিনেমায়। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। সেই আগ্রহ থেকে আমি নতুন হিসেবে চেষ্টা করেছি মান্নাকে এখানে যুক্ত করা। ব্ল্যাকস্টোনে অল্প সময়ের জন্য দেখা যাবে চিত্রনায়ক মান্নাকে। নির্মাতা বলেন, বেশিক্ষণ তাকে পর্দায় রাখতে যে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটা আমাদের জন্য কঠিন এবং খরচটাও বেশি। দুই যুগের বেশি সময় ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো মান্না পরিচিতি পেয়েছিলেন ‘গণমানুষের নায়ক’ হিসেবে। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপর দিয়েছেন তিনি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মারা যান মান্না। ছোটবেলা থেকেই মান্নার ভক্ত শাহরিয়ার গালিব প্রিয় নায়ককে ফিরিয়ে আনছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে। ‘ব্ল্যাকবক্স স্টুডিও’ নামের ইউটিউব চ্যানেলে গত ২২ মার্চ সিনেমাটির ট্রেইলার মুক্তি পায়। ইতোমধ্যে সেটি বেশ প্রশংসাও কুড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনভোচারী জেফার ও চৌধুরী সাহেবের ভুবনে স্বাগতম
পরবর্তী নিবন্ধসিয়ামের জন্মদিনে পরীমণির আবেগঘন পোস্ট