রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরাপাড়া (মঙ্গলচাঁদের বাড়ি) মোহাম্মদ সাইফুল ইসলাম স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী। পাস করেছেন দাখিল। স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা অর্জনের। কিন্তু উদ্যমী এই শিক্ষার্থী এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি এখন চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল ইম্পেরিয়াল হাসপাতালের বিছানায় বিশেষজ্ঞ চিকৎসক ডা. শামীম আরা বেগম হাসির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, মধ্যবিত্ত পরিবারের সন্তান সাইফুল মঙ্গলচাঁদের বাড়ির মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ ইব্রাহীমের সন্তান। পাঁচ বছর আগে ছেলের রোগ ধরা পড়ার পর ইব্রাহীমের পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে রেখে বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়ে এই পর্যন্ত টানা চিকিৎসা দিয়ে আসছেন। দীর্ঘ সময় ছেলের চিকিৎসায় তিনি জীবনের সঞ্চিত সব টাকাকড়ি শেষ করেছেন। সর্বশেষ ছেলের জীবন ফিরে পেতে শেষ সম্বল হিসাবে থাকা ভিটের জমি বিক্রি করতেও চেষ্টা করছেন। সাইফুলের চাচা ইউনিয়নের সাবেক মেম্বার লোকমান হোসেন জানিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের যার যতটুকু সম্পদ ছিল সবটুকু ছেলের চিকিৎসার জন্য উজাড় করে দিয়েছেন গত ৫ বছরে। একমাত্র চাওয়া ছেলের সুস্থতা। গত কয়েক বছরে তার চিকিৎসায় খরচ করেছেন ৬০ লাখের বেশি টাকা। ছেলেকে বাঁচানোর তাগিদে এই হাসপাতাল থেকে ও হাসপাতাল হয়ে এখন বিশেষায়িত হাসপাতাল ইম্পেরিয়ালে। সাইফুলের এখন যে অবস্থা, জরুরি ভিত্তিতে তার বোন–ম্যারো ট্রান্সপারেন্ট করা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় বলে চিকিৎসক তাদের জানিয়েছেন। বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী ১৫ দিনের মধ্যে। চিকিৎসায় ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা। এমতাবস্থায় তারা দেশ–বিদেশের দানশীল ব্যক্তিবর্গ, মানবিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। সহায়তা পাঠাতে যোগাযোগ– ০১৮১০২৯১৩৯১।