ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাঁশখালীর ফাহিমা আক্তারের পাশে তারেক রহমান

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ১২:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ৩ নাম্বার খানখানাবাদ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পূর্ব রায়ছড়ার এলাকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১২ বছর বয়সী ফাহিমা আক্তারের চিকিৎসার খোঁজ খবর ও চিকিৎসার ভার গ্রহণ করেন আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ বুধবার বিকালে (০৯ জুলাই)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের উপস্থিতিতে ফাহিমা আক্তারের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলটি।

এসময় সংশ্লিষ্ট পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী।তারেক রহমানের পক্ষ থেকে ফাহিমার পরিবারের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।পাশাপাশি তাঁর পরিবারের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ভাগিনার ছুরিকাঘাতে খুন হলেন মামা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক