শেখ আবু নাসের টি-২০ ব্লাইন্ড ক্রিকেটের ফাইনালে খেলবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা দল এবং তাজউদ্দিন আহমেদ ঢাকা জেলা। আগামীকাল সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তার আগে আজ গ্রুপ পর্বে নিয়মরক্ষার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল দিনের প্রথম খেলায় শহীদ কামরুজ্জামান কক্সবাজার দলকে ঢাকা জেলা ৭ উইকেটে পরাজিত করে। প্রথম ব্যাট করতে নেমে কক্সবাজার ১৫২ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা জেলা। রাজীব মালেক ৩১ বলে ৬৬ করে ম্যান অব দি ম্যাচ হন। দ্বিতীয় খেলায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা দল ১৬৪ রানের বড়ো ব্যবধানে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী যশোর জেলা দলকে পরাজিত করেছে। টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৪৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৩ রানে গিয়ে থেমে যায় যশোর। বিজয়ী দলের আরিফুল্লাহ্ ৮৩ রান ও ৩ উইকেটে নিয়ে ম্যান অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। চট্টগ্রাম দলের মুক্তাদির ওপেনিং এ নেমে ৯১ রানে অপরাজিত থাকেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই ম্যাচ সেরাকে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক, সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ডাইরেক্ট ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি মোবাশ্বের হোসেন।