দুই জনের অপরাধ তারা ই–কমার্স কোম্পানি ইবে’র সমালোচনা করেছিলেন। আর সেই অভিযোগ আদালতে প্রমাণ হওয়ার পর আদালত ইবেকে জরিমানা করেছে ৩০ লাখ ডলার। মামলায় আদালতের নথি বলছে, কোম্পানিটির কয়েকজন মুখপাত্র ইনা ও ডেভিড স্টাইনার নামের এক ব্লগার দম্পত্তিকে জ্যান্ত মাকড়সা এবং তেলাপোকা পাঠিয়েছিলেন। দম্পতি এমন একটি নিউজলেটার তৈরি করেছিলেন যেটি ইবে’র লোকজন একেবারেই পছন্দ করেনি। আর সে কারণেই তাদের টার্গেট করা হয়েছিল। খবর বিডিনিউজের। বলেছেন বাদী পক্ষের উকিলরা। এর মাধ্যমে এই দম্পত্তিকে শারীরিক ও মানসিকভাবে ভয় দেখানো হয়েছে বলে উল্লেখ ছিল মামলার অভিযোগে।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্কিন অ্যাটর্নি অফিস বলেছে, ইবে’র নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্বে থাকা প্রাক্তন সিনিয়র পরিচালক জিম বগ এই দম্পতিকে টার্গেট করেছিলেন, কারণ তারা ইকমার্সবাইটস নামে একটি নিউজলেটার তৈরি করছিলেন।