ব্রুনেই হাই কমিশনারের সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সঙ্গে ভবিষ্যত সহযোগিতার নতুন দ্বার খুলতে যাচ্ছে ব্রুনেই। গত রোববার ঢাকায় ব্রুনেই দারুসসালামের হাই কমিশনে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করে। আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলামের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

ব্রুনেই হাই কমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করা সম্ভব। আলোচনায় আইআইইউসির অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ব্রুনেই সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির অংশ হিসেবে ব্রুনেইয়ের দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন হাই কমিশনার। প্রতিনিধিদল ব্রুনেই সরকারের আগ্রহ ও উদারতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাই কমিশনারকে আইআইইউসি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান- নোয়াপাড়া সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত, বিকল হচ্ছে যানবাহন
পরবর্তী নিবন্ধদেশকে কেউই তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না