চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসক মরহুম ডা. তফাজ্জল হোসেনের ৩য় সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোয়াজ্জেম হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। শনিবার বাদে এশা ঢাকা বনানী আর্মি মসজিদে নামাজে জানাযা শেষে সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের বড় ভাই। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোয়াজ্জেম হোসেন বান্দরবান, রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।