ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী যুবক গ্রেপ্তার

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে হেফাজতে ইসলামের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানিয়েছেন, আগের রাত ৯টার দিকে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আটক করে র‌্যাব। গ্রেপ্তার মো. আরমান আলিফ (২২) জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে। খবর বিডিনিউজের।
লে. কর্নেল আবু নাঈম জানান, আরমানের দেওয়া তথ্যমতে জেলা শহরের কাজীপাড়া মহল্লার ভাড়াবাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের কাজে ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে আরমানকে শনাক্ত করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে স্কাউটসের দীক্ষা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপটিয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম