ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের আধাঘণ্টা পর একইস্থানে লাইনচ্যুত হয়েছে কঙবাজার এঙপ্রেস ট্রেনের কোচ। তবে এবার ট্রেন চলাচল বন্ধ হয়নি। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় পৈরতলা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন। তিনি বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের কোচ উল্টে চট্টগ্রামগামী লাইনে গিয়ে পড়ে। এতে বন্ধ থাকে ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট রেলপথে ট্রেন চলাচল। প্রায় আট ঘণ্টা পর শনিবার (গতকাল) সকাল ৬টায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত কোচ উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু আধা ঘণ্টা পর পর একইস্থানে লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেসের পিছনের একটি কোচের দুটি চাকা। এতে আবারও বন্ধ হয়ে যায় ডাউন লাইনে রেল চলাচল। খবর বিডিনিউজের।
তিনি বলেন, কক্সবাজার এক্সপ্রেসটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইনচ্যুত হয়। তবে আগে দুর্ঘটনাকবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল। এতে এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয় বলে জানান এ রেল কর্মকর্তা।