ব্রাদার্স এবং পোর্ট সিটি একাডেমির জয়

মেয়র অনূর্ধ্ব-১৮ একাডেমি কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব১৮ একাডেমি কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং পোর্টসিটি ক্রিকেট একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৭ উইকেটে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে পোর্টসিটি ক্রিকেট একাডেমি ১৫ রানে নিও ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

আগের রাতের বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচটি ১০ ওভারে নেমে আসে। আর সে ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা উদিয়মান ক্রিকেট একাডেমি ৭ উইকেটে ৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৮ বলে ৩১ রান করে অধিনায়ক আফ্রাফিল কবির। এছাড়া আদনান সালিম করে ১১ রান। বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। ব্রাদার্স ক্রিকেট একাডেমির পক্ষে ২টি উইকেট নিয়েছে আবদুল্লাহ আবীর। এছাড়া একটি করে উইকেট নিয়েছে আলভী, আয়ান এবং অহন। জবাবে ব্যাট করতে নামা ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে আলভী ১৫, সানি ১৮, সাদমান ১২ এবং মাহির করে ১২ রান।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে পোর্টসিটি ক্রিকেট একাডেমি। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করে ওপেনার সাফায়েত। এছাড়া সাকিব ১০, সৌরভ ১৭ এবং ইব্রাহিম করে ১৩ বলে ১৩ রান। নিও ক্রিকেট একাডেমির পক্ষে ১৩ রানে ৪টি উইকেট নিয়েছে মাসুদ মিয়া। এছাড়া ২টি উইকেট নিয়েছে গোফরান। জবাবে ব্যাট করতে নামা নিও ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে ৮৩ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আবরার ১২, ইশতিয়াক ১৪ এবং ইমন ১৫ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। পোর্টসিটি ক্রিকেট একাডেমির পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তৌসিফ এবং সাজিদ। এছাড়া একটি করে উইকেট নিয়েছে শাখাওয়াত, মারওয়ান এবং সৌরভ।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালেন রানা যাবেন না দুই বিদেশি কোচও