ব্রাজিলে বিমান দুর্ঘটনায় স্পঞ্জ সিটির স্থপতি ইউসহ নিহত ৪

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

ব্রাজিলের দক্ষিণপশ্চিমে ছোট একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত চারজনের মধ্যে চীনা নগরপরিকল্পনাকারী ও স্থপতি কংজিয়ান ইউ’ও আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।

মঙ্গলবার রাতে মাতু গ্রোসু দো সুল প্রদেশের আকুইদাউয়ানা পৌরসভা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত বিশাল এক খামারে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। পরিবেশবান্ধব উন্নয়ন ধারণার জন্য সুপরিচিত ইউর সঙ্গী ছিলেন দুই ব্রাজিলীয় প্রামাণ্যচিত্র নির্মাতা লুইজ ফার্নান্দো ফেরেস দা কানহা ফেরাজ ও রুবেনস ক্রিসপিম জুনিয়র, তারা পান্টালান জলাভূমি নিয়ে চলচ্চিত্র বানাচ্ছিলেন।

এ তিনজনের সঙ্গে বিমানের পাইলট মার্সেলো পেরেইরা দে বারোসও নিহত হয়েছেন বলে ব্রাজিলীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থা। ইউ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন স্পঞ্জ সিটির ধারণা দেওয়ার জন্য। তিনি চাইতেন শহরগুলোর অবকাঠামো ও নকশা এমন হোক যেন তা বৃষ্টির পানি শুষে নিয়ে বন্যার ঝুঁকি কমাতে পারে এবং নগরের জলবায়ু পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বিশ্বজুড়ে তার স্পঞ্জ সিটিজের জন্য পরিচিত হয়ে উঠেছিলেন, যা জীবনমানের সঙ্গে পরিবেশ সুরক্ষাকে একাত্ম করছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। ইউ’র যুক্তি ছিল শহরের কেন্দ্রে পার্ক ও পুকুরের মতো বড় বড় খালি জায়গা বানানো, যেগুলো তুমুল বৃষ্টিকে শুষে নিয়ে বন্যা প্রতিরোধ করতে পারবে।

চীনের নগর পরিকল্পনায় তার এ ধারণা ব্যাপকভাবে কাজে লাগানো হয়েছে। সামপ্রতিক বছরগুলোতে ইউ সৌদি আরব, থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশেও নানান প্রকল্পে কাজ করছিলেন। ইউ চীনের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয়ে কলেজ অব আর্কিটেকচার অ্যান্ড ল্যান্ডস্কেপ প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়ে বৃহস্পতিবার কলেজটির ওয়েবসাইট সাদাকালো করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আকুইদাউয়ানার সামরিক দমকল বিভাগ মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটের দিকে বিমান দুর্ঘটনাটির খবর পায় বলে জানিয়েছেন দমকলকর্মীরা। এরপর প্রায় ৯ ঘণ্টা ধরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলে।

পূর্ববর্তী নিবন্ধএআই কবে ক্যান্সার সারাবে বললেন ওপেনএআই প্রধান
পরবর্তী নিবন্ধভারতে লাদাখের বিক্ষোভ-সহিংসতায় প্রাণহানি, কারগিলে পূর্ণ শাটডাউন