শাহ আমানত হজ কাফেলার ব্যবস্থাপনায় এবার হজ গমনেচ্ছুদের জন্য প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ গতকাল শনিবার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাফেলার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইয়াছিন। সমাবেশে পুরুষ ও মহিলা হজযাত্রীদেরকে আলাদা ব্যবস্থাপনায় প্রজেক্টরের মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেন বিশেষজ্ঞ আলেম ও মুয়াল্লিামগণ। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে হজযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় এবার হজের কোটা পূরণ হয়নি। প্রায় চার হাজার কোটা অপূর্ণ রয়ে গেছে। আর্থিক সংগতি না থাকার কারণে পাঁচ শতাধিক ব্যক্তি হজের প্রাক নিবন্ধন বাতিলে বাধ্য হয়েছে। অন্যান্য মুসলিম দেশ হাজীদের জন্য বিশেষ ভর্তুকি দেয়। হজযাত্রার অস্বাভাবিক খরচ কমিয়ে আল্লাহর মেহমান হাজীদের দুর্ভোগ লাঘব করতে হবে। সমাবেশে সকালের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মুহাম্মদ মহিউদ্দিন। উদ্বোধক ছিলেন কবির আহমদ। অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী মুহাম্মদ মহসিন চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, সাংবাদিক মুহাম্মদ মোরশেদুল আলম, ডা. আবদুল করিম। মুহাম্মদ আবদুল মান্নান ও অ্যাডভোকেট এ ডি এম আরুছুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা মুহাম্মদ ইয়াছিন, চবি প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, এ টি এম শাহজালাল, নঈম উদ্দিন জহুর, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভি, মাওলানা ইকবাল হোছাইন আলকাদেরী, মাওলানা আলী শাহ নেছারী, মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ আলী, মাওলানা মুহাম্মদ ইউনুছ, মাওলানা মুখতার আহমদ রজভি, মাওলানা হাফেজ কাযী খায়রুল আনোয়ার, মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা ক্বারী তারেক আবেদীন, মাওলানা হাফেজ হারুনুর রশিদ কাদেরী। কোরআন মজিদ থেকে তেলাওয়াত ও না’তে রাসূল (দ) পরিবেশনের মাধ্যমে সকালে কর্মশালা শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।