ব্যালন ডি‘অর পুরষ্কারটা একরকম নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু এবারের এই পুরস্কারের তালিকায় নেই তিনি। কারন তিনি ইউরোপ ছেড়ে চলে গেছেন আমেরিকায়। তবে মেসিরই সতীর্থ রয়েছেন এই পুরস্কারের তালিকা্য়। তিনি লাউতারো মার্তিনেস। দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছিলেন লাউতারো মার্তিনেস। ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছিলেন। দলকে জিতেছিলেন সিরি ‘আ’ শিরোপা। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পথে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এমন পারফরম্যান্সের পর মার্তিনেস জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের সেরা ৩০ জনের জায়গায়। গতকাল শুক্রবার সকালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩–০ গোলে জিতে আর্জেন্টিনা। এরপর নিজের ব্যালন ডি’অর জয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন মার্তিনেস। তিনি বলেন আমি যে ধরনের মৌসুম কাটিয়েছি, এই জায়গায় থাকা আমার প্রাপ্য। কারণ আমি কঠোর পরিশ্রম করেছি। গত কয়েক বছরে অনেক ভুগেছিও। টানা দ্বিতীয়বারের মতো আমি এই জায়গায় আছি। আমার মনে হয় ট্রফিটার জন্য লড়াই করতে তৈরি আছি। তিনি বলেন আর্জেন্টিনা এখন অনেক গুছানো একটি দল। আমরা সব সময় লিওনেল মেসির জন্য খেলেছি। দেশের জণ্যতো বটেই। মেসি সব সময় আমাদের জন্য অনুপ্রেরনার বড় উৎস হিসেবে কাজ করেছে। এখনো আমরা তাকে ভুলতে পারিবা। পারবওনা। আমরা তার দেখানো পথেই চলার চেষ্টা করি। তাই মেসি ব্যালন ‘িঅর জয়েল যে রেকর্ড গড়েছে সে পথে আর্জেন্টিনার আরেকজন হিসেবে থাকতে পারাটা হবে আমার জণ্য বিশাল গৌরবের। চিলির বিপক্ষে ম্যাচটিতে একটি গোল করেছেন আলবিসেলেস্তেদের তরুণ তারকা আলেহান্দ্রো গারনাচো। এই ফুটবলারকে নিয়ে আশার কথা শুনিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন আমাদের তাকে দলের খেলার ধরনের জন্য দরকার। আজকে সে সবকিছু বুঝতে পেরেছে। সবকিছু ঠিকঠাক করেছে। বল যখন টাচ করা দরকার, তখন করেছে। যখন থামা দরকার থেমে গেছে। সে এমন একজন খেলোয়াড় যে দলের জন্য অবদান রাখতে পারে।