ব্যাডমিন্টন খেলে রাতে আর বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র জিসানের

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৯:৫৬ অপরাহ্ণ

ব্যাডমিন্টন খেলা শেষে রাতে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র মো. সাজ্জাদুল ইসলাম জিসানের (১৪)। গতকাল শনিবার রাত ১১টায় ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মাঠেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় জিসান। সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর কালিয়াইশ গ্রামে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ড চাগাচর পুকুর ভাঙা এলাকার মৃত মনছুর আলীর পরিবার শঙ্খের ভাঙনের শিকার হয়ে ভিটে বাড়ি হারিয়ে প্রায় ৮/৯ বছর পূর্বে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশস্থ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পেছনের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গতকাল শনিবার রাতে জিসান প্রতিদিনের মতো পাড়ার অন্যান্য বন্ধুদের সাথে রাতে স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন খেলা শেষে রাত ১১টার দিকে বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করছিল জিসান কিন্তু দুর্ঘটনাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হয়। এসময় মাঠে উপস্থিত তার অন্যান্য বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিওসি মোড়স্থ একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জিসান দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
ঘটনাস্থলে থাকা জিসানের বন্ধু রবিউল হোসেন জানান, রাতে ব্যাডমিন্টন খেলার সময় তাদের একটি র‌্যাকেট ভেঙে যায়। তাই রাত ১১টার দিকে খেলা বন্ধ করে বাড়িতে ফেরার প্রস্তুতি নেয়ার সময় জিসান বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার জন্য প্লাগ খুলতে যায় কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে দাঁড়ানো অবস্থা থেকে পেছনের দিকে হেলে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল বাবু জানান, ব্যাডমিন্টন খেলা শেষে রাতে জিসান মাঠ থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
আজ রবিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় সাতকানিয়ার কালিয়াইশে প্রথম নামাজে জানাজা ও দুপুরে চন্দনাইশের দোহাজারী চাগাচর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জিসানকে হারিয়ে তার পরিবার, সহপাঠী ও বন্ধু মহলে নেমে আসে শোকের ছায়া।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার নিখোঁজ উড়োজাহাজের ২ ব্ল্যাকবক্স শনাক্ত
পরবর্তী নিবন্ধএলাকার উন্নয়নে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিন: জহুরুল আলম জসিম