দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকরা। রাস্তার পাশাপাশি রেললাইনের ওপর রিকশা রেখে অবরোধ করে তারা। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। রিকশাচালকরা বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর বিবিসি বাংলার।
মহাখালী ও খিলগাঁওয়ে রেলপথে তাদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাখালী ও মিরপুরে সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা।