চিটাগং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২২ মে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে। তিনদিন ব্যাপী এই টুর্র্নামেন্টে অংশ নেবে ৬টি দল। আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। গত রোববার রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট এর গালা নাইট, দল গুলোর জার্সি এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরা। টুর্নামেন্ট কমিটর চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি। এই আয়োজনের মধ্য দিয়ে তাকে আজীবন সম্মাননা প্রদান করে চিটাগং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিটাগং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাত। এছাড়া আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির টেকনিক্যাল ডিরেক্টর মুর্তজা রায়হান মিঠু, ক্রীড়া সাংবাদিক শামীশ চৌধুরী, টুর্নামেন্ট কমিটির সদস্য বদিউল আলম, সরতাজ মোহাম্মদ ইমরান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ লোকমান। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা ব্যাংক।