ব্যাংককের কেন্দ্রস্থলে হঠাৎ রাস্তা ভেঙে পড়ে তৈরি হলো বিশাল গর্ত

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি হাসপাতালের কাছে রাস্তা ভেঙে পড়ে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। এতে যান চলাচলের পাশাপাশি বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোও বিঘ্নিত হয়েছে। গতকাল কর্মকর্তারা জানিয়েছেন, ভাজিরা হাসপাতালের সামনের স্যামসেন রোডের প্রায় ৯০০ বর্গমিটারের মতো একটি অংশ ভেঙে পড়ে ৫০ মিটার (১৬৪ ফুট) গভীর গর্ত হয়ে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর বিডিনিউজের।

সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রাস্তাটি নিচে চলে যেতে থাকে, সাথে করে বৈদ্যুতিক খুঁটিগুলোকেও নিয়ে যায়। এ ঘটনায় তাদের রোগীদের ওপরে কোনো প্রভাব পড়েনি বলে ভাজিরা হাসপাতাল জানিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, একটি ভূগর্ভস্থ ট্রেন লাইন নির্মাণস্থলের ময়লা ভেতরে ঢুকছিল। ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। ব্যাংককের গভর্নর চ্যাদচার্ট সিট্টিপুন্ট জানিয়েছেন, একটি পাইপ ফেটে যাওয়া পানি ও বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বলেন, হাসপাতালটির কোনো সমস্যা নেই। আমরা উদ্বিগ্ন পাশের পুলিশ স্টেশনটি নিয়ে। এটি এখনও বিপজ্জনক অবস্থায় আছে। লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বোলিংয়ে শীর্ষ দশে মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধনোবেল শান্তি পুরস্কার চাইলে ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ করা উচিত : মাক্রোঁ