একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আগের তুলনায় তার ব্যস্ততা বেড়েছে। সমপ্রতি তিনি নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’- ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে একজন মায়ের চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করবেন তিনি। তবে চলতি বছর তার কোনো সিডিউল নেই। তাই এ ছবির জন্য আগামী বছরের জানুয়ারিতে সময় দেবেন তিনি।
অন্যদিকে এ ছবির আগেই গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’- এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর বাইরে পরীমনির হাতে আছে আরও কমপক্ষে হাফ ডজন ছবির প্রস্তাব। তবে সেগুলো ভেবে-চিন্তেই পাকাপাকি করবেন তিনি।