ব্যস্ততার শহর

কাজী নাজরিন | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

ব্যস্ততার শহরে ঘুরেফিরে ক্লান্ত
যান্ত্রিক কোলাহলে কেউ নেই শান্ত।
ধুমধাম হুটহাট সবকিছু চলছে
ভিক্ষুক থালা ধরে কত কি যে বলছে।
রাস্তার ধারে ধারে বেচা-কেনা অবিরাম
হোটেলের টেবিলে খাওয়া দাওয়া হরদম।
কুলির মাথায় বোঝা সাহেবের ট্রলিটা
পথিকের হাতে আছে বাজারের থলেটা।
ফুচকার বাটি হাতে কতজন দাঁড়িয়ে
মন ভরে টক ঝাল নিচ্ছে দু’হাত বাড়িয়ে।
চকচকে ঝকঝকে টাকাগুলো ছুটছে
ভিখারির ভাগ্যে কয়েন গুলো জুটছে।
লাখপতি কোটিপতি বহু বহু টাকা চায়
চাহিদার ঠেলাতে ঘরে তাদের সুখ নাই।
শ্রমিকেরা দিন শেষে ঘুম যায় আরামে
কেউ কেউ বিছানায় কাতরায় ব্যারামে।
যানবাহনের চাপে জ্যাম পড়ে রাস্তায়
ক্রেতাগণ সবকিছু পেতে চায় সস্তায়।
বিপনী বিতান গুলো মেয়েদের দখলে
বহুবার বহুরূপে ঘুরে দ্যাখে দুই নয়নে।
সুখ পেয়ে সুখী হতে করে শুধু কামনা
কেউ কেউ সুখী হয়ে পূরণ হয় বাসনা।

পূর্ববর্তী নিবন্ধকৃতজ্ঞ মানুষ
পরবর্তী নিবন্ধলেখকের মনোভাব ও পাঠক প্রতিক্রিয়া