‘ব্যর্থ প্রেমের সফল নায়ক’ প্রসঙ্গে যা বললেন বাপ্পারাজ

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। সেইসব সিনেমা হতো ত্রিভুজ প্রেমের। প্রায় সিনেমাতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি। চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন বাপ্পারাজ। এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের সফল নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন। গত শুক্রবার অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার সংবাদ সম্মেলনের পর ‘ব্যর্থ প্রেমের সফল নায়ক’ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, যদি একশো সিনেমা করে থাকি হয়তো আটদশটিতে এমন চরিত্রে অভিনয় করেছি। খবর বাংলানিউজের।

হতে পারে দর্শকদের কাছে এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো হয়েছে, দর্শকদের মনে গেঁথে গেছে। এ কারণে আমি ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছি। বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন বাপ্পারাজ। ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ের অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। বাপ্পারাজ কিছু নাটকে পরিচালনাও করেছেন। তার মধ্যে আছে ‘কাছের মানুষ রাতের মানুষ’ এবং ‘একজন লেখক’। তিনি ‘কার্তুজ’ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের জয়ে প্রথম হার দেখলো কিষোয়ান
পরবর্তী নিবন্ধঅনেক অবিচারের শিকার হয়েছি : বাঁধন