দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের দ্বার চট্টগ্রাম বন্দর। কাস্টম ও বন্দরকে ঘিরে শুধুমাত্র চট্টগ্রামের বাণিজ্য নয়, সমগ্র দেশের শিল্প-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য তা গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে করোনা মহামারীর ভয়াবহ আতংকের মধ্যেও আমদানি-রপ্তানি বাণিজ্যের চাকা সচল রাখতে প্রায় তিন হাজারের অধিক সিএন্ডএফ এজেন্ট সক্রিয় থেকেছেন। দেশের সকল শুল্ক স্টেশনে অভিন্ন মূল্যে শুল্কায়নে দাবি বাস্তবায়নে শুল্ক কর্তৃপক্ষ লিখিত প্রতিশ্রুতি প্রদান করলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অন্যায়, বৈষম্য, নিপীড়নের বিরুদ্ধে সমমনা পরিষদের নেতৃত্বে সিএন্ডএফ এজেন্টের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সমমনা পরিষদ আয়োজিত সিএন্ডএফ এজেন্টের সমাবেশে এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন এসব কথা বলেন।
সমমনা পরিষদের আহ্বায়ক মো. সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এম এ ছাত্তার, এম এ হাশেম, আই এম এম রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, ঢাকা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ফয়জুল্লাহ মজুমদার, দেলোয়ার হোসেন খোকা, রিদওয়ানুল করিম রঞ্জু, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। পরিষদের সদস্য সচিব কাজী মাহমুদ ইমাম বিলু সভা সঞ্চালনা করেন। আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, লাইসেন্সিং রুলের বিতর্কিত ধারাসমূহ অবসানে দুর্বার আন্দোলনের আহ্বান জানান। শুরুতে কোরান তেলওয়াত, মহামারীতে প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।