দীর্ঘদিন ধরে অভিযোগ আছে, রাস্তা ও ফুটপাত সংলগ্ন বিভিন্ন দোকানদার তাদের ব্যবসা প্রতষ্ঠানের ময়লা–আবর্জনা রাস্তা ও ফুটপাতে ফেলে। এ বিষয়ে সতর্ক করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সম্প্রতি গণবিজ্ঞপ্তিও জারি করে। এরপরও ময়লা–আবর্জনা ফেলা থেকে বিরত না থাকায় অভিযান শুরু করেছে সংস্থাটি। গতকাল প্রথমদিন পাঁচলাইশ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, আমরা দোকানের সামনে ময়লা ফেলার জন্য এবং দোকানের মালামাল ফুটপাতে না রাখার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছি। মেডিকেল এলাকা পুরাটা ক্লিয়ার করেছি। পাঁচলাইশের ওসি সাহেব খুবই হেল্পফুল এবং কমিটেড ঐ এলাকা ক্লিয়ার রাখার ব্যাপারে। একটা মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রথম দিন। প্রতিদিন চলবে এই অভিযান। এর আগে আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছিলাম দুই বার। প্রত্যেক দোকানে বীন রাখার জন্য বাধ্য করা হয়েছে। দোকানের সামনে পড়ে থাকা আবর্জনা দোকানের লোক দিয়ে পরিষ্কার করা হয়েছে।